ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে
আসে আমার বাড়ি,
হাতছানিতে ডেকে বলে
নিলে নাকি আড়ি!
টুংটাং টুংটাং বেজে চলে
খানিক বাদে বাদে,
চমকে উঠি কটা বাজে
এখন কেনো ছাদে?
লকডাউনে ব্লক হয়ে
ঘড়িটা নেই হাতে,
এলার্ম হেসে কুটি কুটি
সুপ্রভাত বলে প্রাতে।
চেনা চেনা ছবি গুলো
দেখতে ভালো লাগে
হঠাৎ করে জেগে উঠি
টুংটাং বাজার আগে।