তুমি ছাড়া উলটপালট
আমার মনের বাড়ি
কোনো কাজে মন বসে না
সব কিছুতেই আড়ি।
চারিদিকে শুধু তুমি
কেমন করে বলি
প্রেমের পাখি তোমায় ভেবে
সোজা পথে চলি।
চোখের নেশায় আগুন ধরায়
ধড়ফড় এ বুকে
তুমি ছাড়া ভাল্লাগে না
কেমনে থাকি সুখে।
দূরে দূরে আর কতোদিন?
থাকবো এমন করে
তুমি ছাড়া ভাল্লাগে না
যাবো বুঝি মরে।