কে বলে তুমি নেই প্রিয়!
তুমি আছো বিশ্বজুড়ে...
আকাশে বাতাসে তোমারই গুঞ্জন
যতো কানাকানি, ঐ ফসলের মাঠে
সোনালী ধান ক্ষেত্রের দোলায়;
যেখানে দোয়েল শিস দিয়ে যায়।
পাখিদের কোলাহলে মুখরিত হয়
যখন চারিদিক,তখনো প্রাণে দোলা লাগে
তোমার সুরের মোহনায় ;
বাজাও ডাকাতিয়া বাঁশি রাখালের সুরে
মন হয় উচাটন বাওড়ি বাতাসে।
তেপান্তরের মাঠ জুড়ে যতদূর চোখ যায়
সবখানে তোমাকেই খুঁজে পাই,
তুমি আছো আজো বুকের ভিতরে;
রবে নীরবে।