সত্যিকারের ভালোবাসা কখনও কখনও
মিথ্যেবাদী সাজে, যেনো প্রোটিন ও লিপিড নির্মিত
পর্দা দ্বারা বেষ্টিত তার দেহখানি,
সকলেই তারে মাইটোকন্ড্রিয়া হিসেবে জানি।
তবুও সত্যে মাথা উঁচু করে মিথ্যের দেয়াল ভেদ করে,
মন ও দেহের ভাঁজে ভাঁজে ক্রিস্টি রূপে স্থান পায়;
মনের ভিতর মায়ার বাঁধনে আবদ্ধ থাকে, প্রেম
জাগনিয়া ডিএনএ, আরএনএ এবং রাইবোজোমের ন্যায়।
অসংখ্য নিউরন দ্বারা গঠিত স্নায়ুকোষ প্রতিমুহূর্তে
বিচলিত হয় প্রিয়জনের একটু স্পর্শ পাওয়ার লোভে,
এবং ভালোবাসায় মুগ্ধ হয়ে মনের ভিতর জমানো
স্বপ্ন আঁকে মনের ক্যানভাসে বর্ণীল আলোকছটায়।
প্রিয়র প্রেমের আভায় শক্তি নির্গত হয়,তাই তুমি আমার
শক্তির আধার; শক্তিকেন্দ্র এবং মহাকালের স্বর্গীয় প্রেম।
আদি পিতা আদম-হাওয়ার মতো মানব সৃষ্টির
মূখ্য ভূমিকা (শুক্রাণু ও ডিম্বাণু) পালন করে।
নতুন সৃষ্টির প্রয়োজনে তাই যুগে যুগে সংখ্যাবৃদ্ধি
ঘটিয়ে বহুকোষী প্রাণীদের মাঝে বিরাজমান থাকে
সর্বদা।সে আমার প্রেম,আমি তাকেই ভালোবাসি
ভালোবাসি এবং ভালোবাসি।