তর্জনীটা উড়ছে ঐ লাল সবুজের দেশে
মুক্তির পথ দেখিয়েছিলো বাংলাকে ভালোবেসে
শতবর্ষে শেখ মুজিব আজ তোমার জন্মোৎসব
আকাশে বাতাসে পাখিরাও করছে কলোরব।
বীর বাঙালী জাতির পিতা তোমাকে সালাম
মীর জাফরদের ষড়যন্ত্রে তোমায় হারালাম
বাংলার খোকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ভুলবে না বাঙালি জাতি তোমার আত্মদান।
বিঃ দ্রঃ "মুজিব শতবর্ষ "