তোমার কথা ভাবি না আর
পড়ে না আর মনে
মিথ্যে মিথ্যে প্রেমের খেলা
হয় না তোমার সনে।
কতো নিশীথ পার করেছি
ছিলা বহু দূরে
তখন বন্ধু অবহেলায়
গেছো সরে সরে।
নিটোল প্রেমের ধার ধারোনি
করছো নিঠুর খেলা
শূন্যের মাঝে বাসা বেঁধে
ভাসাও মেঘের ভেলা।
হাওয়ার উপর উড়াও যতো
রংতামাশার ঘুড়ি
জীবনটা কি এতোই সহজ,
করো ছলচাতুরী?