থলের বিড়াল ইঁদুর ধরতে
উঁকিঝুঁকি মারে
বাড়ির মালকিন বসে বসে
দেখে আড়ে আড়ে।
চোখের উপর ইঁদুর গুলো
যেই না মারে লাফ
মালকিন তখন হেসে বলে
আমার কিন্তু হাফ।
দিনকেদিন এমন করেই
চলছে দারুণ খেলা
ছানা দিয়ে ভরলো ঘর
দেখো কেমন ঠেলা!
হেলায় হেলায় দিন যে গেলো
এলো ভাঁড়ার ইঁদুর
লজ্জা তবু হলো না তার
ফাঁদে নেংটি ইঁদুর।