ব্যাঙের নাকি পা ফুলেছে
কে কে যাবি চল
আয় রে তোরা সবাই মিলে
যাই নিয়ে দল-বল।

ঠ্যাং ভাঙা ব্যাঙ করছে ঘ্যাং ঘ্যাং
মলম দেবে কে?
হাতির  শুঁড়ে পানি নিয়ে
আগে ধুয়ে দে।

ছুঁইলে ব্যথা বাড়ে আরো
আঘাত করিস না
মালিশ করলে শালিস হবে
পায়ে ধরিস না।
  
পড়ে কাদায় হাতি যখন
মারে লাথি ব্যাঙ
দেখুক ব্যাটা কেমন মজা
ভাঙছে এবার ঠ্যাং।