এমনই আসুক সুখের জোয়ার
প্রতি ঘরে ঘরে
বাবুইপাখির ছোট্ট বাসায়
থাকুক সুখে ভরে।
শুদ্ধ প্রেমের বসত গড়ে
ঝাঞ্ঝা করি দূর
জলতরঙ্গের ঢেউয়ে ঢেউয়ে
অশুভ হোক পর।
নিশি কাটুক গানে গানে
সুরের মোহনায়
প্রেমের বীণা বেজে উঠুক
বিমলও ছোঁয়ায়।
চপলমতি মন্থরতায়
স্রোতস্বতী হয়ে,
বর্ণীল আলোয় সাজুক ধরা
সুখ আসুক বয়ে।