হালকা গরম পানির সাথে
হলুদ দেবেন একগ্রাম
এই পানিতে সুন্দর হবেন
ফর্সা হবে গায়ের চাম।
টারমারিকের ইমুন বুস্টার
লিকুইড এক গোল্ড
খালি পেটে খেতে পারেন
করে রাখেন বোল্ড।
নারিকেলের তেলের সাথে
হলুদ পানি মিলে
একচামচে মধুর মিশ্রণ
খেয়ে নেবেন গিলে।
উপকারে পাবেন যাদু
চাঙা হবেন বলি
স্যারের কথাই বলে গেলাম
এবার আমি চলি।