টেংরা মাছের তিনটা কাঁটা
মুখে ক'টা দাড়ি
ছোট্ট খোকা ইলিশ নিয়ে
যাবে শ্বশুর বাড়ি।

পেছন পেছন হুলো বিড়াল
শুধু করে ম্যাও ম্যাও
হালের ফলা নিয়ে দাদা
করে তারে ধাও।

ভরা নদীর বাঁকে বাঁকে
ছোট ছোট ঢেউ
বৈঠা হাতে মাঝির কান্না
শুনে না তো কেউ।