অর্থ কড়ি সুখের বড়ি
কেউ তা মানে কেউ মানে না
টাকা ছাড়া সবই ফাঁকা
টাকা দিয়া যায় সব ঢাকা।
টাকা হলো সুখের তরী
টাকাই আবার দুঃখের ঘড়ি
টাকা নাই যার মূল্য নাই তার।
কেউ আবার-
টাকা ছাড়াই দুঃখ তাড়ায়
কেউ বা আবার সুখটা হারায়
অশ্রু জলে বুকটা ভাসায়।