বইমেলাতে যাবো আমি
মেট্রোরেলে চড়ে
আগুন ফাগুন ভালোবাসা
আনবো বুকে ধরে।
ফুড়ুৎ করেই আসবে মেট্রো
চলবে দারুণ ঢঙে
যাত্রী যারা বেশ পোশাকে
সাজবে হরেক রঙে।
স্টেশন থেকে শুরু করে
মাত্র মিনিট কয়েক
ছুটবে গাড়ি স্বপ্ন বাড়ি
মানুষ শ'ছযেক।
অপেক্ষা নয় ঘন্টা ঘন্টা
মেট্রো অনেক স্মার্ট
বারেবারে থামে গাড়ি
নামায় সবার ঘাট।