সুযোগের বীজ যদি হাতে পায় মানুষ নামের প্রাণী
মাটির খবর লয় না তখন, আছে সার কতোখানি;
কৃষক যেমন ফসল ফলায় অভাবের তাড়নায়,
দিনরাত খাটে, বুক তার ফাটে, আছে কারো ধারনায়।
সভ্য মানুষ পাবো কই বলো, করি যতো ভাবনায়
মানুষে মানুষে করে রেষারেষি মন কাঁদে যাতনায়,
যার আছে যতো চাই আরো ততো মানসিক এক রোগ
অন্যের পেটে লাথি মেরে করে নিজের তরেই ভোগ।
তারেই খোঁজে গো দুনিয়ায় সবে সাপের মণির মতো
নরমে-গরমে মিলেমিশে তবু একাকার হয় শতো,
অগণিত শ্রোতা পাঠকের বেশে প্রসাদের ফুল তুলে,
তার গলে দেয়,পরম যতনে ক্ষমা করে সব ভুলে।