কাঁদে বসে সুচি
নেই মুখে রুচি,
রুটি খায় আধখানা
মুখ যেনো চাঁদখানা।
এঁকেবেঁকে হেঁটে যায়
আলতো রাঙা পায়
হাসিতে ঝরে যেনো মুক্তা
অনিন্দ্য সুন্দরী রূপতা।
" আলসে নয় সে "
বড়োই চঞ্চল
ঘুরে সব অঞ্চল
সাহেবী চলা তার
নাক যেনো বাঁশি তার।
মায়াবী চোখ বুলিয়ে
ডাকে এমন,
মন যায় জুড়িয়ে
পুতুল পুতুল ছবি
মুগ্ধ হয় কবি।