নিষ্ঠার সাথে করো যদি
মহৎ কোনো কাজ,
সফল হবে জেনে রেখো
পরবে মাথায় তাজ।
শপথ করো মনের সুখে
আসবে ঘরে আলো
ঘোর আঁধার কাটবে দেখো
মন্দ হবে ভালো।
পাহাড়সম বাঁধা ঠেলে
শুদ্ধ হও যদি
দুঃখ সকল বয়ে নেবে
সুখের ভরা নদী।
মিথ্যা কেবল ভাঙতে জানে
জগৎ করে কালো
সত্য সুন্দর চির অম্লান
আঁধার করে আলো।