ছোট্ট মিষ্টি প্রেমের ছোঁয়ায় হলো না শাসন
চোখের আলোয় চোখ রাঙানো মধুরো বারণ,
সকাল সাঁঝে বিহগ হয়ে ডাকতে ইচ্ছে করে
ঘুমের ঘোরে মধুর সুরে ডাকবে আকুল স্বরে।
চায়ের কাপে চুমুক দিয়েহাসবে মৃদুহাসি
হাতের উপর হাতটি রেখে বলবো ভালোবাসি,
অভিমানে মনটা যখন কাঁদবে অঝরে
কাছে টেনে মান ভাঙাবে রাখবে অধরে।
গহীন বুকের কষ্ট বাড়ায় ভাবনা অশ্রুজলে
অচিন সুরে কতোই ডাকি সবই বি-ফলে,
কখন জানি ডাক আসিবে বাজবে বাঁশি কবে
ঝিনুক যেমন মুক্ত রাখে মনে তেমনি রবে।