ছন্দবতী ছন্দে কাঁচা
মাত্রা বুঝে না
ভাবের চেয়ে মাপে চলে
বার্তা খুঁজে না।
পদ্য লেখে গদ্য ভাষায়
গদ্য ভাষায় পদ্য
আকীকা দেয় নকল নামে
আসল নাম হয় ছদ্ম।
যখন তখন লিখতে বসে
পাগলামিটা এলে
লেখা শেষে উড়ে বেড়ায়
রঙিন ডানা মেলে।
ছন্দবতী দ্বন্দ্বে হারায়
কাব্য চর্চাতে
অন্যের ভালো করে সে যে
নিজের খর্চাতে।