সন্ধ্যা ঘনিয়ে আসে পাখিরা নীড়ে ফেরে
সুখ জাগানিয়া স্বপ্নবুনে নিরন্তর,
আমিও ফিরি বারবার,তোমায় ভাবি
একাকী কথার মালাগাঁথি লাল নীল সুতোই।
তোমার পায়ের চিহ্ন রেখেছিলে যে পথে
মিনিট পাঁচেকের পথ ভেবে,ঐ পথ ধরে হাঁটি,
স্পর্শমাখা মাটি যা দেয় না ফাঁকি
আগলে রাখি খুব যতনে।
ঐ ঘন নিঃশ্বাসে বিশ্বাস রাখি, দম নেই;
অপলকে চেয়ে থাকি প্রিয় দৃষ্টির সীমানায়,
যে অনুভূতি কখনো ম্লান হবার নয়, যা ভুলার নয়;
ভুলবো না। ঐ ঝলমলে হাসির ঝংকারেই বাজে
আমার জীবন সংগীত সুর লহরী, সুখ- দুখের বীণ
ভালোবেসেছি,ভালোবাসি, ভালোবাসবোই।
যুগ যুগান্তরে তোমাতেই ভাসাবো হৃদয়,
বিলাবো সব যা আছে এই ধরণীর বুকে।
তুমিই রবে মনের গহিনে আলোকবাতি হয়ে
ছড়াবে আলো দিবানিশি।মনেরেখ প্রিয়-
যত দূরে যাও,যাই যত দূর দুজনাতেই রবে
ভালোবাসার সমুদ্দুর,ঘরে ফিরবোই
অহর্নিশ এই বিশ্বাস।