সময় হলো সোনার হরিণ
ধরতে পারলে লাক ভালো
না ধরলে হায় অবশেষে
সব পুড়ে হয় খাক কালো।
অবহেলা করলে তারে
পরিনামটা বেশ নহে
যোগ বিয়োগের সমাধানে
ফলাফলটা শেষ কহে।
ঘড়ির কাঁটা গল্প শুনতে
বসবে না তো কান পেতে
ইচ্ছে মতোই ছুটে চলে
রাজপথ না হয় ধানক্ষেতে।
মূল্য দিয়ে রাখতে তারে
কাজে লাগাও জান টা রে
আজকে না হয় কালকে সবাই
স্যালুট দিবে মান টা রে।
তাই তো বলি অসময়ে
কেঁদো না গো জান পাখি
পড়ালেখা করলে তবে
তোমার লাগি টান রাখি।
আঁধার যতো দূর হয়ে যাক
ফিরে আসুক সুখ শান্তি
বাবা মায়ে তাই চেয়ে রয়
যাক কেটে যাক দুখ ক্লান্তি।