দেখা হলো হঠাৎ করে
অনেক দিনের পর
মুখোশ পরে নিয়ম মেনে
পুরান পথের পর।  

চোখ জুড়ানো প্রিয়র হাসি
ছিলো অমলিন,
কলিগরা সব আগের মতোই
নাচছিল তাক ধিন ধিন।

খুশির জোয়ার ফিরে পেলাম
প্রতিকূলের মাঝে,
আবার কবে হাঁটবো সদা
সুস্থ সকাল সাঁঝে?