এ কোন নিয়তি ধংসস্তুপে আহাজারি করছে
দখিনা পবনে গলিত লাশের পোড়া গন্ধ
কাব্যের শব্দে চরণে স্তবকে র্দীঘ নিঃশ্বাস
আর স্বজন হারানোর নীল বেদনা।
কেউ বলছে সন্তানের একটুকরো মাংস চাই!
আর কেউ ভাই বোন বাবা মায়ের লাশ
সনাক্তকরণের আপ্রাণচেষ্টা,হায় নিয়তি!
মৃত সহযাত্রী মা সন্তান আত্মীয়র করুণ দৃশ্য,
কাঁদায় বিশ্বটাকে।