পড়ালেখা ভাল্লাগে না বলতো খোকনসোনা
এখন তার মনটা কাঁদে হয় না পড়াশোনা।
শুক্রবারটা আসে না ক্যান বলো তো মামনি?
পড়তে বসো শুধুই বলো জ্ঞান কি সোনারখনি?
বলতাম ওরে খোকা, জ্ঞানের তুল্য আছে কিছু?
বড় হলে বুঝবি যখন ছুটবি জ্ঞানের পিছু।
দূরে থাকিস কালো থেকে ছড়াস আলোরধারা
সত্যের পথে থাকিস সদা, মিথ্যাকে করবি তাড়া।
খোকন এখন বন্দী ঘরে যায় না স্কুলে!
এমন কেনো হলো মাগো বইটা নেয় তুলে।
একটুখানি ঘুরে আসি চারদেয়ালের ছাদে,
করোনা কি সবখানেতে এসব বলে কাঁদে।
গদ্য পদ্য পড়তে থাকে জাগে না তার পুলক
ঘরে বসে ওদের জন্য লিখুন শিক্ষামূলক।
আসুন জ্ঞানের মশার জ্বালি কলম দিয়ে চলুক
সবার কথা ভাবতে শেখাই ওরাও কিছু করুক।