আমি নারী
সইতে সব পারি
প্রয়োজনে ছিঁড়তে পারি
অসুস্থ সমাজের লম্বা দাড়ি।

আমি নারী
তেল নুন ছাড়া রাঁধতেও পারি
মারতে এলে আমিও মারি।

আমি নারী
প্রেমিকের বুকে
মাথাটা রেখে
গাইতে পারি গান
বলি তুমিই আমার প্রাণ।
করলে বাড়াবাড়ি
আজন্ম আড়ি।

আমি নারী
পেতে দেই বুকে
মায়ের আসন,
ঘরকন্যা হয়ে
ধুই থালা-বাসন।

আমি নারী
করি পূজা স্বামীকে
উল্টো শুনি
এই মেয়ে তুমি কে?

ভাঙতে এলে
ভাঙি দুটো হাত
সহসা দেই না ঘাত,
না পারিলে আর
দেই না তবে ছাড়।

আমি নারী
জীবন যুদ্ধে মাতি
কেউ কেউ বলে
মেয়ে, বউ পালা
নাকি এক হাতি।

আমি নারী
তোমাদের বলি-
মায়ের জাতি
ক্যান মাতা মাতি?
ঘুরে দাঁড়াও
রাতারাতি।

খেটে খুঁটে ভ্যানভ্যান
শুনি তাও প্যানপ্যান।
ভাল্লাগে না আর
তবুও বলি- স্যার স্যার!