ফেলে আসা মলিন স্মৃতি ডাকছে দিবানিশি
কতো দিনের চেনা-জানায় ছিলাম মিলিমিশি।
রং তামাশায় গা ভাসাতাম কাজের ফাঁকে ফাঁকে
যখন তখন হৈ-হুল্লোর মিষ্টি মধুর হাঁকে।
মান অভিমান ছিলো যতো হলো অবসান
ভালোবাসায় ঘিরে ছিলো সমানে সমান।
মানুষ যেনো পাখির মতো উড়িয়া বেড়ায়,
ডানা মেলে আকাশ পানে মেঘের ও ভেলায়।