আজকে বলি ছোট্ট করে
হোক পূরণ হোক আশা
জন্মদিনে শুভেচ্ছাতে
জানাই ভালোবাসা।

ভালো থেকো সুখে থেকো
বাঁচো অনেক দিন
আঁচল পেতে দোয়া করি
সুখেই কাটুক দিন।