করোনাতে মারল ছোবল
দংশন করলো হায়
সুখের তরী বইবে কবে?
সময় বয়ে যায়।
কতো জনকেই করলো কাবু
এবার কার যে পালা
জগৎ ছেড়ে যা রে চলে
সয়না প্রাণে জ্বালা।
ঘরে ঘরে দিচ্ছিস হানা
কষ্ট বুঝিস না,
তোর কারণে দিশেহারা
পথ তো খুঁজিস না।
যা রে চলে ভিন দেশেতে
যেদিক মনে চায়,
আসিস না আর চেনা পথে
জানালাম বিদায়।