ঘুম ভাঙালাম আদর করে চোখে দিয়ে চুম,
মনের মাঝে আঁচড়ে পড়লো ভালোবাসার ধুম।
চাঁদের হাসি নিয়ে এলে এই না ছোট্ট মনে,
প্রাণটা যেনো ভরে দিলে মধুর আলাপনে।
কখন এলে মনের ঘরে প্রেমের ঢালা নিয়ে
ভালোবাসার অধিকারে বাঁধলাম আঁচল দিয়ে।
এমন করে থেকো কাছে শেষ দিবসেও প্রিয়
আজন্ম প্রেম ধরার মাঝে সুখের পরশ দিও।