বলল হেসে দুঃখ চেনো
রঙটা তারই নীল,
আগুন ফাগুন পোড়ায় তারে
পুড়ে হয় বিলীন।
হাতটা ধরো, পড়বে নাকো!
নদী পাহাড় ঢেঙে
শক্তি নিয়ে যাও এগিয়ে
শত বাঁধা ভেঙে।
শান্তি দেবে? তবে এনো,
একটি সুখের খড়ি
হে প্রিয়তি প্রমাণ হবে
মিথ্যে অর্থ-কড়ি!
বিষন্নতার দীর্ঘশ্বাসে
ছাই হয়ে যাক সব
গুঞ্জন উড়ে দূর আকাশে
মিথ্যে কলোরব।