ঘুরে বেড়াই বনবাদাড়ে
তানপুরাটার সনে,
হঠাৎ করেই মনপাখিটা
হয় যে আনমনে।
বুকের ভিতর গভীর দহন
যায় না ভুলা তারে,
কে বুঝিবে মনের বেদন
ভাবছি বারে বারে।
কোথায় পাবো মনের হদিস
ছুটছি দিবানিশি
ঘুম আসে না দুই নয়নে
কোথায় মাসিপিশি।
আয় ফিরে আয় সোনার বরণ
হলদে টিয়ে পাখি,
দুঃখ- সুখের পাল তুলে দে
উঠুক আবার ডাকি।