কিছু কিছু মনোকষ্ট সঞ্চয় করি প্রায়ই
সুখের দিনে অশ্রুজলে ভেজাব বলে
মাঝে মাঝে কিছূ কিছু সুখও তুলে রাখি
দুখ সাগরে ঢেউয়ের তালে ভাসাব জলে।


সুখের স্পর্শে কষ্টগুলো কেমন সতেজ রয়!
আর দুখ ভেলায় সুখ কতোটুকু স্থায়ী হয়
বর্ণীল ধরায় আজ সবই যেনো সাদা-কালো
তবু সঙ সাজার বড়ই আকুতি-বাকুতি।


আলোকছটা লাগুক তাই পরানের তলে
জীবন খাতায় শূন্য পাতায় থাক কিছু লেখা
ভালো-মন্দে হোক কোলাকুলি এই মিনতি
অন্যের সুখে সুখী হলে কী এমন ক্ষতি?