৫.
মেঘের ভেলা
ঝরের বেগে এসে
বাঁধল বাসা
বুকেরই গহীনে
শুধু তুমি এলে না।

৬.
তারই কথা
ভাবতে ভালো লাগে
নীরব রাতে
যখন ভাসি শোকে
সাথী হয় আঁধার।