৬.
চারিদিকে আজ
শুধু হাহাকার
কঠিন সময়

ছড়াও পুলক
ঘরে ঘরে তবে
প্রভু দয়াময়।

৭.
সংযমী হও
বিলাসী মন
এসেছে ক্ষণ

ক্ষুধা নিয়ে কাঁদে
কতো পথশিশু
আরো কতজন।

৮.
ভালো কাজে দাও
খানিক সময়
ধরণীর বুকে

অসময়ে পাবে
অমূল্য রতন
ভেসো নয়া সুখে।

৯.
সুখে দুঃখে পাশে
রেখো আজীবন
এমনই করে

ভুল বুঝো নাকো
ভুল হলে কিছু
যেও না হে সরে।  

১০.
বসে বসে ভাবি
কোথায় এসেছি
যাবোই কোথায়

হুশ নেই তবু
করি যে বড়াই
কী নেবো সেথায়।