৪৪.
অনাবিল সুখে
মন কাঁদে বেশ
আবেগী ক্ষণ।

বৃষ্টির শব্দ
বাজে রুমঝুম
পুলকিত মন।  

৪৫.
মল্লিকা দি'র
জাফরান মন
হাস্যোজ্জ্বল।

হয় না বৃষ্টি
কাঁদে তাই মন
আঁখি ছলছল।

৪৬.
কথোপকথনে
কবিতা ও গানে
ভালো আছি বেশ।

যুগে যুগে রবে
বিবর্ণ প্রেম
কাটবে না রেষ।  

৪৭.

স্মৃতির ধূলোয়
চাপা পড়ে নীল
সুখের আশায়।

ব্যথা ফেলে হাসে
ভরে সুখীে মন
জোয়ারে ভাসায়।    

৪৮.
কষ্ট বেঁচবে
কিনবো গো দাও!
তবু সুখী হও।

কভু যদি দেখো
হানা দেয় দুখ
হেসে কথা কও।