৪২.
দূর থেকে ছুঁই
সাথী তোর মুই
কাতলা না রুই?

পাষাণ প্রাচীরে
ইথারে ইথারে
আবদ্ধ তুই।    

৪৩.
সৎ ভাবনার
যতো সুখ ততো    
আঁখি ছলছল  

মুখে মধু আর
অন্তরে ভয়
চোখে নুনা জল।