৩৩.
যেদিন ছিলেন
ছায়ার মতোন
ধরার বুকে তে

বুঝিনি তখন
বিপদে যখন
কে কাঁদে দুখে তে?


৩৪.
তুমি নেই আজ
পৃথিবী জুড়েই  
ভাবি না এখনো

অনেক বেদনা
মনের গহিনে
যাবে না কখনো।

৩৫.
কান পেত শুনি
ডাকো অবিরাম
খুকি খুকি বলে


রাত জাগা পাখি
বলেছে পবনে  
তুমি গেছো চলে।