২৬.
যদি হও সখা
বসন্তের ফুল,
পাখি, লতা-পাতা।

প্রাণের সাথেই
প্রাণ বেঁধে ভুলি
মনেরই ব্যথা।


২৭.
মনের মানুষ
মনের ভিতর
করে হা-হুতাশ

দূরে থাকে তবু
হৃদয়েতে বয়
প্রেমের বা-তাস।