২১.
সিয়াম সাধনা
বাড়ছে এমন  
ইফতারিতেই।

প্রচুর খরচ
লকডাউনেই
তরকারিতেই।

২২.
ত্রাণের আশায়
ভীড়ছে মানুষ
জীবন বাঁচাতে  

চাল ডাল তেল
পায় যদি কেউ
দৌড়ায় খাঁচাতে।

২৩.
পুরাতন খাতা
স্মৃতির আসর
ভাবনার ঢালি।

সুখের বাসর
সাজাই দারুণ
দিয়ে জোড়াতালি।  

২৪.
সেলাইয়ের সূঁচ
তুঁতের রঙিন
জীবন মিতালী

দুজনেই মিলে
পরিপূরকের
হিসেবে গীতালি।

২৫.
মায়েন মতোন
মধু মাখা মুখ
কোথাও পাবে না।

করোনা বিপদে
সাবধান তবে
ফেলে যাবে না।