১৮.
মনের গহিনে
একটা কবিতা
তারে ঘিরেফিরে।

লেখার উৎস
খুঁজতে হয় না
সে মনের নীড়ে।  


১৯.
ফি আমানিল্লাহ
বলি আনমনে
ফিরে এসো প্রিয়।

রাজার মতোই
ঘোড়ায় চড়েই
যুদ্ধ জিতে নিও।

২০.
আকাশ পাতাল
খুঁজে ফিরি তারে
কী যে হাহাকার।

নিছক আলোর
ঝাপটা আসুক
চাই না আবার।