১৬.
আলোর বর্ণিল
আলোকছটায়
বিবর্ণের ঢেউ।

চোখ বুঝলেই
দুনিয়া আঁধার
বুঝে না তো কেউ।

১৭.
চলে গেছো দূরে
অজানা সে পথ
পাড়ি দেবে একা।

জানি না হবে কী
আবার কখনো  
পরপারে দেখা।