১৩.
ঘরনিরা সদা
সবটুকু দিয়ে
করেন চেষ্টা।
তিলসম কম
হলে বড়সাব
পান খুব তেষ্টা।
১৪.
সৌরভময়ীর
বেদনার ইতি
স্মৃতি হয়ে থাকে।
দূর থেকে তবু
হাতছানি দিয়ে
ইশারায় ডাকে।
১৫.
মৌমাছি ফুলের
ঘ্রাণে মাতোয়ারা
পুলক যায় বয়ে।
রাত শেষে হয়
আঁধার বিলীন
উড়ে পাখি হয়ে।