১১.
বুকের গভীরে
তার বসবাস
পরম আপন

সময়ের ভাঁজে
সুখে দুখে করি
জীবন যাপন।

১২.
নিটোল ভাবনা
কাঁদে অহরহ
নীরব সবই

জলছাপে আঁকি
রাঙাই প্রেমের
ফ্রেমে বাঁধা ছবি।