১.
দলবেঁধে যায়
রুনুঝুনু বাজে
সোনালী নুপুর

সেই ঝংকারে
হৃদয়ে কাঁপন
সকাল দুপুর।    

২.
আয় খুকুমণি
বস চুপচাপ
বাঁধি এলো চুল

বাদলা হাওয়া
যাসনে বাহিরে
হাসে ভেট ফুল।

৩.
কৃষকেরা কাঁদে
পায় না মজুরি
থাকেন উপোস  

নুন জলে খায়
সকাল বিকাল
কী আফসোস!  

৪.
হিংসা বিভেদ
পরচর্চা করে
যারা হিংসুটে

তবু তাদেরই
পরম যতনে
রাখি করপুটে।

৫.
সৎ পথে চলি
ভালো কাজে মন  
দেই সারাক্ষণ

তবু মিছে পিছু
হাকডাক দেয়
দুষ্টু মানুষজন।    






  
বিঃ দ্রঃ কবি মুহাম্মদ মনিরুজ্জামানের নতুন ধারা সৃষ্টি ষড়াক্ষরা। ৬ পদী ও ৬ অক্ষর । অভিনন্দন কবিকে।