বলেছিলে ভালোবাসি
অমর্ত্য বালিকা
সাতসমুদ্র পাড়ি দেবে
শক্তি চালিকা
তুমি শক্তি চালিকা।
যা দিয়েছো ভালোবেসে
তার নেই তুলনা
পাশে রবো হাতটা ধরে
কভু ভুলো না।
তুমি কভু ভুলো না।
সত্য সুন্দর জীবন গড়ো
বলো মৃদুস্বরে
ভালোবাসার অজুহাতে
থাকো দূরে সরে।
তুমি থাকো দূরে সরে।
জগতেরই মোহমায়া
দুই দিনের তরে
তবু কেনো সকাল বিকাল
ডাকো প্রাণ ভরে।
তুমি ডাকো প্রাণ ভরে।