শব্দহীন অনুভূতির নীরব ঢেউ
হৃদয় ভেঙে দেয়
ভেঙে চুরমার হই অহর্নিশ।

গভীর রাতের সমুদ্রের গর্জন শুনি
তার হাহাকারে কাঁদে নীলজল।
কাঁদি এই বিরহীনি।

হাজার বছর ধরে পৃথিবী জুড়ে
আছড়ে পড়েছে এমনই কতোশতো
ব্যথার ঢেউ;
ভেঙে পড়েছে এই মন।
সাক্ষী হয়ে আছে-
রাতের ধ্রুবতারা, গহীন আঁধার
এই হৃদয়ের বোবাকান্না।

স্বপ্নহীন জীবনের গল্পে ;
মেঘ আছে কেবলি ছায়া হয়ে
সময়ের ভাঁজে ভাঁজে।

কখনো আর খুঁজে দিশেহারা হই না
বোধ শক্তি সঞ্চয় করি না
সমাজ; সংসার জীবন গল্পের
চারুপাঠ হয়ে থাক,
শিরোনামহীন এক ছোট্ট পৃথিবী।  

মেঘ ও জলের গভীর প্রেমময়
বোধের জগৎ জুড়ে রবে
অপ্রকাশিত অলিখিত এক দলিলের
ইতিহাস।

পৃথিবীর কোনো সঙ্গায় সঙ্গায়িত হবে না
মেঘ ও জলের গভীরতার ভিত্তি।
বিশ্বাসযোগ্যতা  নিশ্চিত করতে
ব্যবহার হবে না পরিমাপক যন্ত্রের।

এভাবেই কালের স্রোতে মিশে যাবে
তুমি আমি আর আমাদের হৃদয়।  
পড়ে রবে শব্দহীন অনুভূতি...