শব্দ কখনো বেচাকেনা হয়?
রুহান বলে যায়!
শব্দ চাষিরা কেবল ছড়ায় হাজারো জনেরা
তা কুড়িয়ে নেয়।
পৃথিবীর মাঝে ঘুরে ফেরে তারা
মগজে মগজে।
মনের সকল ব্যথা বেদনায়
ঝেরে দেয় রাগ!
শব্দেরা খেলে লেখনীর মাঝে
কবির ভাবনা, সুকারের সুরে
বেদনার নীলে, হাসির ঝংকারে
ঘরোনীর টুংটাং এ অবিরাম।
শব্দ বিশাল সমুদ্রের মতো
গভীরতা প্রকাশ করে তার কান্নায়
শব্দের শরীরের মূল্য দেয়া বড্ড কঠিন।