শীত এসেছে শীত এসেছে
গ্রীষ্মের ছুটি কই?
গ্রীষ্ম গেলো শীতের দেশে
শীত গেলো কই?
প্রতিশ্রুতির কথা কি আর
পড়ছে মনে সই?
শিশির ভেজা ঘাসের উপর
মিষ্টি উনুন তাপে
ক্ষীর,পানতোয়া, পুলি পিঠা
গরম পানির ভাঁপে।
আরো কতো কথা জমা
চখাচোখি জানি
ভুলিনি তো আমরা সবাই
শুনছো ওগো নানি!
নিত্যদিনই নতুন চমক
আসছে খবরে
হাঁসের ডাকের প্যাকপ্যাকানি
এই না শহরে।
এসব কথা বলতে চাই না
বছর শেষের গল্পে
বুঝের মানুষ বুঝে নিও
অল্প-স্বল্প গল্পে।