শীত এসেছে শীত গাইছে সবাই গীত
শীতের ভয়ে ভয়ে যাচ্ছে পরান ক্ষয়ে
শীতের দেশে দেশে ঠান্ডা জ্বরে কেশে
কাঁপছে থরো থরো হচ্ছে সবে জড়ো।
ছেলে বুড়ো সব করছে কলরব
পিঠাপুলির স্বাদে আনন্দেতে মাতে
ঘরের ভিতর থেকে যাচ্ছি তবু বেঁকে
লাগছে মজা বেশ থাকছে মধুর রেশ।
যতন করি তাদের বয়স বেশি যাদের
শিশু যতো আছে রাখুন কাছে কাছে
খোলা পথে যারা কষ্টে আছে তারা
বস্ত্র করুন দান করছি আহবান।