শীতের পিঠা খেতে মিঠা দাদুমনি বলে
আয়রে তোরা সবাই মিলে পিঠা উৎসব চলে
দাদি-নানি বসে বসে করছে পিঠা তৈরী
আয় না চলে থাক না যতো আবহাওয়া বৈরী।
খেজুর রসের দারুণ মজা পাবি তোরা তাতে
আজকে না হয় নাইবা নিলি ভাত-মাছ আর ডাল পাতে।
ঘরে ঘরে জমে গেছে আজ মেহমানের ভিড়
আনন্দ আর গানে গানে ভরে উঠবে আজ নীড়।
গল্পের ডালি দাদার হাতে রবে আরও পান
নানুমণি নরম হাতে মলে দেবে কান ,
শীতের আমেজ নিয়ে এলো ঘরে ঘরে খুশি
সারাবছর সেই আনন্দ মনে মনে পুষি।
রঙিন রঙিন সবজি দেখে মনে লাগে দোলা
গাজর,কপি ,শিম ,বেগুন বরবটি আরও মূলা ,
কুয়াশারই চাদর পরে মাঠ-ঘাট থাকে ঢেকে
তাই না দেখে ছেলে-বুড়ো যায় সকলে বেঁকে।