স্যারের কথা হুইন্না
পাপের সংখ্যা গুইন্না
হয় কী কভু শেষ?
কতেক লোক ফুলিয়ে বুক
করে বেশ বেশ।
কিছু কওয়ার নাই
করি তাই তাই
নইলে কিন্তু বাই
যখন যারে চাই
নোটিস ছাড়াই
করে ছাঁটাই।
যদি রেগে যায়
না করে হায় ফাই
হাত তালি দেয় তারা
পিছু কথা বলে যারা
সামনে জ্বী, বেশ বেশ।
পেছনে রেষারেষি
সকল পেশা পেশী
সব কথায় ইয়েস ইয়েস
পিয়ন হতে পিয়েস
করে হুজুর হুজুর
সাহেব কুলি মজুর।
ইচ্ছে করে তখন
চড় বসিয়ে দেই গালে
নাচিস কেনো তালে?
মিথ্যার ভিড়ে সত্যে
চাপে পড়ে যখন।